২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কবি সাহিত্যিক ও বাউল সাধকদের রাষ্ট্রীয় সম্মাননার দাবিতে মানববন্ধন

-

নেত্রকোনার প্রখ্যাত কবি, সাহিত্যিক ও বাউল সাধকদেরকে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংস্কৃতিক কর্মীরা।

আজ রোববার দুপুরে স্থানীয় পাবলিক হলের সানের সড়কে এই কর্মসূচি পালিত হয়।

বাউল আব্দুল মজিদ তালুকদার শিল্পী গোষ্ঠী, খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদ, বাউল রশিদ উদ্দিন একাডেমী, জালাল খাঁ স্মৃতি সংসদ, রওশন ইয়াজদানী একাডেমী ও শিকড় উন্নয়ন এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় নেত্রকোনার কৃতি কবি, সাহিত্যিক ও বাউল সাধকদের রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বাউল তরীর সভাপতি মো: মফিজুর রহমান, খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদের সভাপতি প্রভোষক ননী গোপাল সরকার, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কবি প্রভাষক কামরুজ্জামান চৌধুরী, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, আব্দুল মজিদ তালুকদার শিল্পী গোষ্ঠীর সভাপতি আবুল বাশার তালুকদার প্রমুখ।


আরো সংবাদ



premium cement