২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ময়মনসিংহে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

-

ময়মনসিংহে ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুবিধাবঞ্চিত দরিদ্র অর্ধশত মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আশা।

আজ রোববার আসপাডা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আশা’র ডিভিশনাল ম্যানেজার শ্যামল চন্দ্র ধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন আনন্দ মোহন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক, আশা’র প্রোগ্রাম ডিরেক্টর এ এস এম তৌহিদ, জয়েন্ট ডেপুটি ডিরেক্টর গিয়াস উদ্দিন, জেলা কর্মকর্তা মির্জা সাইফুল ইসলাম, জেলা ব্যবস্থাপক এ কে এম আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার জেলার ৪৭ জন জিপিএ-৫ প্রাপ্ত সুবিধাবঞ্চিত দরিদ্র অর্ধশত মেধাবী শিক্ষার্থীদের হাতে পাঁচ লাখ টাকা এককালীন বৃত্তির অর্থ তুলে দেন।


আরো সংবাদ



premium cement