২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নালিতাবাড়ীতে পলিথিন বিরোধী অভিযান, জরিমানা

-

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ও কদমতলী বাজারে পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা সদরসহ বিভিন্ন হাট বাজারে দোকানীরা ব্যবসায় জিনিসপত্র বিক্রির সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে কাকরকান্দি ও কদমতলী বাজারে পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ওই দুই বাজারের পাঁচজন দোকানীকে নিষিদ্ধকৃত পলিথিন রাখার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা ও প্রায় দুই কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement