১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশের বাধা

গৌরীপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া : আহত ১০

- প্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশি বাধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পণ্ড হয়ে গেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ হারুন পার্কে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাকর্মীরা জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা শোডাউন করে শহরের হারুন পার্কে সমবেত হচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা র‌্যালী রেব করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি ও বাগবিতণ্ডা শুরু হয়।

এসময় পুলিশ ব্যানার ছিনিয়ে নেয় এবং নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে। পরে নেতাকর্মীরাও পুলিশের উপর পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশের লাঠিচার্জে আহত হন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহজাহান কবির হিরা, ছাত্রদল নেতা এমএ বাশার ঝুলন, আবিদ হাসান রাহাত, জুয়েল, সোহাগ, মাজহারুল ইসলাম, শাহী মুন্সি।

পরে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের উত্তরবাজার মোড়ে দুইটি কাভার্ড ভ্যান ও কয়েকটি অটোরিক্সা ভাংচুর করে।


আরো সংবাদ



premium cement
জামালপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অটোরিকশা চুরির মামলা কেএনএফ সদস্যদের আদালতে উপস্থাপন, ৫২ জনের রিমান্ড মঞ্জুর ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ রাখাইনে তুমুল যুদ্ধ, মর্টার শেলের শব্দে প্রকম্পিত সীমান্ত এলাকা হামলার ব্যাপারে ইসরাইল নিজেই সিদ্ধান্ত নেবে : নেতানিয়াহু ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পাশ্চাত্যের দেশগুলো সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৮০ লাখ টাকার মালামাল লুট প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন স্থায়ী যুদ্ধবিরতি না হওয়ায় গাজায় মানবিক প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ : রাশিয়া পিকআপচালককে হত্যা করে রেললাইনে লাশ ফেল গেল দুর্বৃত্তরা

সকল