২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
পুলিশী বাধার মুখে এ্যাব’র সাধারণ সভা

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি কৃষিবিদদের

-

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন কৃষিবিদরা।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি ট্রেনিং একাডেমির মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) বার্ষিক সাধারণ সভায় বক্তারা এই দাবি জানান।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রফেসর ড. শহিদুল হকের সভাপতিত্বে বাকৃবি শাখা অ্যাব আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাব’র কেন্দ্রীয় আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান। বক্তব্য রাখেন সদস্য সচিব প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, ড. মোহাম্মদ হেলালউদ্দিন, প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, ড. আব্দুল কুদ্দুস, কৃষিবিদ সারোয়ার হোসেন, কৃষিবিদ শামীমুর রহমান, কৃষিবিদ মুনির হোসেন, বাকসুর সাবেক ভিপি কৃষিবিদ শাহাদাৎ হোসেন চঞ্চল প্রমুখ।

পুলিশের বাধার মুখে ব্যানার ছাড়াই সংক্ষিপ্ত বক্তব্যের পর সভা শেষ করা হয়।


আরো সংবাদ



premium cement