২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

জামালপুরে টর্নেডোতে উড়িয়ে পিলারের ধাক্কা, কৃষকের মৃত্যু

- প্রতীকী ছবি

জামালপুরের-দেওয়ানগঞ্জে আকস্মিক টর্নোডোতে নাজির হোসেন (৪৮) নামে এক কৃষক মারা গেছেন। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিনের বাছেদপুর গ্রামের কাজিম উদ্দীনের পুত্র।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে হঠাৎ টর্নেডো শুরু হয়। এসময় কৃষক নাজির উদ্দিন কালাকান্দা বাজারে সওদা করার জন্য যাচ্ছিলেন। ঝালোরচর ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় তীব্র বাতাস তাকে এক প্রকার উড়ে নিয়ে গিয়ে একটি পিলারের সাথে ধাক্কা দেয়। এ অবস্থায় সেখানেই তিনি মারা যান।

সবুজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল হক জানান, বৃহস্পতিবার বিকালে হঠাৎ প্রচন্ড বেগে টর্নেডো আঘাত হানে হাতিভাঙ্গা, কাঠারবিল, বাছেদপুর, সবুজপুর, দপরপাড়াসহ অন্যান্য স্থানে। এতে নাজির উদ্দিন নামে এক কৃষক মারা যাওয়া ছাড়াও এলাকার ৮/১০টি বিদ্যুতের খুটি উপড়ে যায়। এলাকার শতাধিক গাছপালা ও বাড়ীঘরের ক্ষয়-ক্ষতি সাধিত হয়।


আরো সংবাদ



premium cement