২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু জ্বরে কলেজ ছাত্রের মৃত্যু : ২৪ ঘন্টায় ৭১ জন ভর্তি

ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু জ্বরে কলেজ ছাত্রের মৃত্যু : ২৪ ঘন্টায় ৭১ জন ভর্তি - নয়াদিগন্ত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম ফরহাদ হোসেন (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে শনিবার রাত দশটায় কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে ডেঙ্গু জ্বর নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

কিশোরগঞ্জ সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, ফরহাদ হোসেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বড়বাড়ি গ্রামের ফেরদৌস আলীর ছেলে। সে ইটনা ডিগ্রি কলেজের ছাত্র। ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৮ আগস্ট কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হবার পর গতরাতে ফরহাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে ঈদ উপলক্ষে ঢাকা থেকে ময়মনসিংহে আসা ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় ৭১ জন ভর্তি হয়েছেন। শনিবার সকাল নাগাদ চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ২০১ জন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. এ বি মো. শামসুজ্জামান জানান, গত ২১ জুলাই থেকে আজ পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৯ জন। প্রতিদিনই ডেঙ্গু রোগ শনাক্ত করতে নানা বয়সের মানুষ হাসপাতালে ভিড় করছেন বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement

সকল