২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কিশোরগঞ্জ প্রিয়জনের আহ্বায়ক কমিটি গঠিত

কমিটি গঠনের পর কিশোরগঞ্জ প্রিয়জনের সদস্যরা - ছবি : নয়া দিগন্ত

দৈনিক নয়াদিগন্ত’র পাঠক সংগঠন ‘প্রিয়জন সমাবেশ’-এর কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের গুরুদয়াল সরকারি কলেজের মুক্ত মঞ্চে জেলার কবি-সাহিত্যিক সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও পাঠকদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে কল্পবিজ্ঞান লেখক, কলামিস্ট ও মানবাধিকারকর্মী আহমাদ ফরিদকে। সদস্যসচিব করা হয়েছে তরুণ লেখক ও গুরুদয়াল কলেজের বাংলা বিভাগের ছাত্র মুহা. জাহিদ জাবেরকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাহফিজুর রহমান, হৃদয় হাসান, জিসান রিয়াজ, রিদুওয়ান রহমান, নুসরাত জাহান কবিতা, সুরমা, স্বর্ণা আকন্দ, ফাহমিদা হক, রিত্তিকা রিমি নিপা, রওনক জাহান তাসনোভা, মাহফুজা আফরিন প্রমা, অনুপ কুমার হৃদয়, লোকমান হেকিম, মো: কৌশিক, আকরাম পাঠান, আমিরউদ্দিন, জয়নাল আবেদীন, আমানউল্লাহ, আতিকউল্লাহ, আরব বিনতে সোনিয়া, মো: জাহিদুল হাসান, মো: আদনান সিদ্দিক ও ইফতেখার হোসেন ইমন।

সিদ্ধান্ত অনুয়ায়ি আগামী একমাস এ কমিটি দায়িত্ব পালন করবে। পরে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুজ্জামান সাইফ। কমিটি গঠনে সমন্বয়কের দায়িত্বে ছিলেন নয়া দিগন্তের কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা মো: আল আমিন। নতুন এ কমিটি আগামি ২৮ জুলাই কিশোরগঞ্জ শহরে দেশে চলমান ‘ছেলেধরা’ গুজবের বিরুদ্ধে সচেতনামূলক র‌্যালি বের করবে।


আরো সংবাদ



premium cement