২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভালুকায় বাস উল্টে ৫০ শ্রমিক আহত

-

ময়মনসিংহের ভালুকায় বাস উল্টে অন্তত ৫০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি লাবিব টেক্সটাইল ফ্যাক্টরির সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার কাশর এলাকায় অবস্থিত টিএম টেক্সটাইল মিলের শ্রমিক বহনকারী বাসটি ভালুকা থেকে ছেড়ে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি লাবিব টেক্সটাইল ফ্যাক্টরির সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।

এ সময় মিল শ্রমিক ফাতেমা, শামিম, খাদিজা, আফজল, রুবিয়া, সেলিনা, শিরিনা, রায়হান, নুরজাহান, আব্দুল কাদের, শরিফুল, আফজারা, ওয়াহিদ, খাদিজা, মোশারফ, জাহানারা, মফিজুল, পারভীন ওয়াসিম, শিল্পি, সম্পা রানী, রিপন, সুমন, ইদ্রিস, মেহেদী, শামিম, রিমি, মানিক, হযরত আলী, এমদাদুল, রহিমা, ফেরদৌস, সবুজ, জয়নাল, হুমাযূন ও আসাদুলসহ ৫০ শ্রমিক আহত হন।

আহতদের মাঝে ৩৩ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও অন্যান্যদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement