২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পাকুন্দিয়ায় বাল্যবিবাহ পণ্ড

৫০ হাজার টাকা জরিমানা
পাকুন্দিয়ায় বাল্যবিবাহ পণ্ড
পাকুন্দিয়ায় বাল্যবিবাহ পণ্ড - সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাল্যবিবাহ আয়োজনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার সালংকা গ্রামে অভিযান চালিয়ে পুলিশের সহায়তায় বর ও কনে পক্ষের কাছ থেকে এ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোকলেসুর রহমান।

জানা যায়, বুধবার উপজেলার মাইজহাটি গ্রামের আওলাদ হোসেনের ছেলে খালেদ হোসেনের সাথে পার্শ্ববর্তী সালংকা গ্রামের সাফি উদ্দিনের স্কুল পড়ুয়া কন্যা জেরিন আক্তারের (১৫) বিবাহের আয়োজন করা হয়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ কনের বাড়িতে উপস্থিত হয়ে বর খালেদ হোসেন ও তার পিতা আওলাদ হোসেন এবং কনের পিতা সাফি উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত করে বাল্যবিবাহ আয়োজন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেসুর রহমান এ ঘটনা নিশ্চিত করে বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ এর (৫) ধারায় অপরাধী তিনজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং বাল্যবিবাহ না দেয়ার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

সকল