১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জামালপুরের পাঁচটি আসনে ৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

জামালপুরের পাঁচটি আসনে ৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ - ছবি : নয়া দিগন্ত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত ও স্বতন্ত্র ৩২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ওইসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আহমেদ কবীর। এসময় প্রার্থী ও তাদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতীক বরাদ্দপ্রাপ্তরা হলেন :
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে সাতজন। তারা হলেন, আ.লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ (নৌকা), বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত (ধানের শীষ), জাতীয় পার্টির(এরশাদ) প্রার্থী এমএ ছাত্তার (লাঙ্গল), বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (কাঁঠাল), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী মোঃ সুরুজ্জামান (কুঁড়ে ঘর), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল মজিদ (হাতপাখা) ও গণফোরামের প্রার্থী মোঃ সিরাজুল হক (উদীয়মান সূর্য)।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে পাঁচজন। তারা হলেন, আ.লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোঃ ফরিদুল হক খান দুলাল (নৌকা), বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য এ.ই সুলতান মাহমুদ বাবু (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মনজুরুল আহসান খান (কাস্তে) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মোঃ মিনহাজ উদ্দিন(হাতপাখা) ।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ছয়জন। তারা হলেন- আ.লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মির্জা আজম (নৌকা), বিএনপির প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী লে. কর্নেল (অব.) মোঃ মনজুর আহাদ হেলাল (লাঙ্গল), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী শিবলুল বারী রাজু (কাস্তে), জাকের পার্টির প্রার্থী মোঃ আব্দুল হাকিম শান্তি (গোলাপ ফুল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ বুরহান উদ্দিন(হাতপাখা) ।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে পাঁচজন। তারা হলেন, আ.লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য মুরাদ হাসান (নৌকা), বিএনপির প্রার্থী মোঃ ফরিদুর কবির তালুকদার শামীম (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী মোঃ মোখলেছুর রহমান বস্তু (লাঙ্গল), বিএনএফের প্রার্থী মোস্তফা বাবুল (টেলিভিশন) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আকবর (হাতপাখা)।

জামালপুর-৫ (সদর) আসনে নয়জন। তারা হলেন, আ.লীগের প্রার্থী মোঃ মোজাফফর হোসেন (নৌকা), বিএনপির প্রার্থী শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী শেখ মোঃ আক্কাছ আলী (কাস্তে), জাতীয় পার্টির(জেপি) প্রার্থী মোঃ বাবর আলী খান (বাইসাইকেল), বিএনএফের প্রার্থী আব্দুল করিম সরকার (টেলিভিশন), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ ইউনুছ আহাম্মদ (হাতপাখা), বাংলাদেশ মুসলীম লীগের প্রার্থী আল আমীন জুরহমান (হারিকেন), বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মোঃ বেলাল উদ্দিন (বটগাছ) ও জাকের পার্টির প্রার্থী মোঃ নজরুল ইসলাম আকন্দ (গোলাপ ফুল)।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামালপুরের পাঁচটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ১০ জন, জামালপুর-২ (ইসলামপুর) ৭ জন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১১ জন, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ৭ জন এবং জামালপুর-৫ (সদর) আসনে ১৪ জন।

২ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে আটজনের মনোনয়নপত্র বাতিল এবং ৪১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আহমেদ কবীর। ওই বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করলে শুনানী শেষে কমিশন তিনজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। তারা হলেন- জামালপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৪ আসনে বিএনপি মনোনীত একক প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণফোরামের প্রার্থী নঈম জাহাঙ্গীর।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার জামালপুরের পাঁচটি আসনে ৪৪ জন বৈধ প্রার্থীর মধ্যে ১২জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আহমেদ কবীর।

তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ছিল ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।


আরো সংবাদ



premium cement