২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জামালপুরের ৫টি আসনে ৫২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জামালপুর : ৫ আসনে প্রকৌশলী মো: মোজাফফর হোসেন এবং বিএনপির শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন মনোনয়নপত্র জমা দিচ্ছেন -

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামালপুরের পাঁচটি আসনে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে জামালপুর-১ ( দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ১০ জন, জামালপুর-২ (ইসলামপুর) ৮ জন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১৩ জন, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ৭ জন এবং জামালপুর-৫ (সদর) আসনে ১৪ জন ।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ (আ.লীগ), নূর মোহাম্মদ (আ.লীগ), সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি) এবং তার পুত্র মো: শাহাদৎ জামান (বিএনপি), সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম (বিএনপি), সাবেক মন্ত্রী এম এ সাত্তার (জাপা-এরশাদ), মো: জাহাঙ্গীর আলম (বাংলাদেশ জাতীয় পার্টি), মো: সুরুজ্জামান (ন্যাপ), মো: আব্দুল মজিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও সিরাজুল হক (গণফোরাম)।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য মো: ফরিদুল হক খান দুলাল (আ.লীগ), সাবেক সংসদ সদস্য এম সুলতান মাহমুদ বাবু (বিএনপি), সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম (বিএনপি), মনোয়ার হোসেন (বিএনপি), মোস্তফা আল মাহমুদ (জাপা-এরশাদ), মনজুরুল আহসান খান (সিপিবি), মুফতি মিনহাজ উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মীর মুশফিকুর হাসান (স্বতন্ত্র)।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য মির্জা আজম (আ.লীগ), মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল (বিএনপি), নঈম জাহাঙ্গীর (গণফোরাম), লে. কর্নেল (অব.) মো: মনজুর আহাদ হেলাল (জাপা-এরশাদ), শিবলুল বারী রাজু (সিপিবি), মো: শফিকুল ইসলাম (বাসদ), মো: আব্দুল হাকিম শান্তি (জাকের পার্টি), হাফেজ মাওলানা বোরহান উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: মাসুম বিল্লাহ (বাংলাদেশ শরিয়াহ আন্দোলন), আব্দুর রৌফ হীরা (পিপুলস পার্টি), মো. শফিকুর রহমান (স্বতন্ত্র) ও মোতালেব হোসেন (বাংলাদেশ মুসলিম লীগ)।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ডা. মুরাদ হাসান (আ.লীগ), মো: ফরিদুল কবির তালুকদার শামীম (বিএনপি), বর্তমান সংসদ সদস্য মো. মামুনুর রশিদ যোয়াদ্দার (জাপা-এরশাদ), মো: মুখলেছুর রহমান বস্তু (জাপা-এরশাদ), রবিউল আলম তরফদার (গণফোরাম), মোস্তফা বাবুল (বিএনএফ) ও আলী আকবর (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

জামালপুর-৫ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য মো: রেজাউল করিম হীরা (আ.লীগ), প্রকৌশলী মো: মোজাফফর হোসেন (আ.লীগ), ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী (আ.লীগ বিদ্রোহী), সাবেক উপমন্ত্রী সিরাজুল হক (বিএনপি), আইনজীবী শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন (বিএনপি), কাজী মো: নজরুল ইসলাম (জাপা-এরশাদ), শেখ মো: আক্কাছ আলী (সিপিবি), অধ্যাপক আমীর উদ্দিন (জেএসডি), বাবর আলী খান (জাতীয় পার্টি- জেপি), আব্দুল করিম সরকার (বিএনএফ), সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আল আমীন জুরহমান (বাংলাদেশ মুসলিম লীগ), মো: বেলাল উদ্দিন (খেলাফত আন্দোলন) ও মো. নজরুল ইসলাম আকন্দ (জাকের পার্টি)।

তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।


আরো সংবাদ



premium cement