২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ময়মনসিংহের ১১টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ময়মনসিংহের ১১টি আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্তরা - সংগৃহীত

জাতীয় সংসদে ময়মনসিংহ জেলার ১১টি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ২৫ জন। এর মধ্যে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে সর্বোচ্চ চারজন এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে একজনকে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে তিনজন করে মনোনয়ন পেয়েছেন। অন্য আসনগুলোতে দুইজন করে প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

আসনওয়ারী মনোনয়নপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিচারপতি টি এইচ খানের ছেলে, সাবেক এমপি, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আফজাল এইচ খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলী আসগর ও খালেদা জিয়া মুক্তিপরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ও ড্যাব নেতা ডা. মো: আবদুস সেলিম, ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও সাবেক এমপি দেলোয়ার হোসেন দুলু, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ ও তার ভাতিজা জেলা বিএনপির সদস্য মো: আকতারুল আলম ফারুক, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিন সরকার, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন ও উপজেলা বিএনপির নেতা লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি চারবারের সাবেক এমপি খুররম খান চৌধুরী ও তার ভাতিজা ইয়াসের খান চৌধুরী (সাবেক এমপি আনোয়ার হোসেন খান চৌধুরীর ছেলে), ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে শিল্পপতি এ বি সিদ্দিকুর রহমান ও স্বেচ্ছাসেবকদলের সাবেক কেন্দ্রীয় নেতা আকতারুজ্জামন বাচ্চু এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ফকরুদ্দিন আহমদ বাচ্চু।


আরো সংবাদ



premium cement