২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
শেরপুর-৩ আসন

মনোনয়ন পেতে চাচা-ভাতিজা ও দেবর-ভাবীর লড়াই!

(উপরে বা-থেকে) ফজলুল হক চাঁন, মো: মাহমুদুল হক রুবেল এবং (নিচে) নাসরিন রহমান ফাতেমা ও মো: মিজানুর রহমান রাজা -

শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনে নৌকা এবং ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেতে চাচা-ভাতিজা এবং দেবর-ভাবি লড়াই করছেন।

দলীয় সূত্র জানায়, এ আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন এবারও নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অপরদিকে একই আসনে তার আপন ভাতিজা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো: মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীকের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছেন।

অন্যদিকে বিএনপি দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এ আসনে মো: মাহমুদুল হক রুবেল ব্যতীত অন্য কোনো জোরালো প্রার্থী না থাকায় এবারো ধানের শীষ প্রতীক পেতে যাচ্ছেন তিনি।

অপরদিকে একই আসন থেকে শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান ফাতেমা এবার নৌকা পেতে দলীয় মনোনয়নপত্র কিনেছেন। পাশাপাশি তার দেবর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মো: মিজানুর রহমান রাজাও দলীয় মনোয়নপত্র কিনেছেন নৌকা প্রতীকের জন্য।

গত কয়েক বছর ধরে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য স্থানীয়ভাবে গণসংযোগ, সভা-সমাবেশ, শো-ডাউন, পোস্টারিং, পথসভা, মাইকিং, দলীয় হাই কমান্ডে লবিং ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারণা চালিয়েছেন।


আরো সংবাদ



premium cement