২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
সরকারের প্রতি সিপিবি

নির্বাচনকালীন সরকার বিধান রেখে অষ্টাদশ সংশোধনী পাশ করুন

-

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে ‘নির্বাচনকালীন সরকার’ ও তার ‘রুটিন কাজের’ বিধান রেখে অষ্টাদশ সংশোধনী পাশ করার জন্য সংসদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার দেয়া এই বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার গঠন করা হবে এবং সেই সরকার কেবল রুটিন দায়িত্ব পালন করবে’- ক্ষমতাসীনদের এসব কথা যদি প্রকৃতই তাদের অন্তরের স্বদিচ্ছা প্রসূত হয়, তাহলে তা সংবিধানে অন্তর্ভুক্ত করে নিতে তাদের কোনো আপত্তি থাকার কথা নয়।

এক্ষেত্রে এখন যা প্রয়োজন তা হলো এ বিষয়ে ক্ষমতাসীনদের রাজনৈতিক স্বদিচ্ছা। যদি সেই স্বদিচ্ছার অভাব না থাকে তাহলে এ বিষয়ে এখনই ক্ষমতাসীনদেরকে সরকারের বাইরের গণতান্ত্রিক দলগুলোর সাথে দ্রুত পরামর্শ করে ‘নির্বাচনকালীন সরকার গঠন ও তা কেবল রুটিন কাজ করবে’ মর্মে ‘অষ্টাদশ সংবিধান সংশোধন বিল’ প্রস্তুত করে আগামী সংসদ অধিবেশনেই পাশ করার ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য সময়ের স্বল্পতার অজুহাত দেখানো গ্রহণযোগ্য নয়। কারণ এরশাদ আমলের স্বৈরশাসনের পতনের পর তিনি যার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন সেই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নাম সবাই মিলে চূড়ান্ত করতে ১২ ঘণ্টা সময়ও লাগেনি। সংবিধানের চতুর্থ সংশোধনীও মাত্র কয়েক দিনের মধ্যে উত্থাপিত, আলোচিত ও অনুমোদিত হয়েছিল। স্বদিচ্ছা থাকলে সংবিধানের অষ্টাদশ সংশোধনীও স্বল্পদিনের অধিবেশনে পাশ করানো সম্ভব।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করা হলে তা রাজনীতিতে অস্থিরতা, নৈরাজ্য, সংঘাত দূর করে সমঝোতার ও অচলাবস্থা কাটানোর একটি পথ খুলে দিবে। পাশাপাশি এই পদক্ষেপ স্থিতিশীলতা প্রতিষ্ঠার দিকে দেশকে এগিয়ে নেয়ার পথও খুলে দিতে সক্ষম হবে।


আরো সংবাদ



premium cement