২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভালুকায় বিএনপির ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা

-

ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুহাম্মদ মোর্শেদ আলমসহ ৬১ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে আবারো বিশেষ ক্ষমতা আইনে মামলা (নম্বর-২৩) করেছে পুলিশ।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গত ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে ফাঁসির আদেশ ও বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জনকে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রকাশের পর জনমনে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে ১২ অক্টোবর মডেল থানার এসআই জহুরুল ইসলাম বাদি হয়ে ওই মামলাটি করেন।

এর আগে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ এলাকা থেকে যুবদল নেতা সাহেবুল আলম শাওনকে (৩২) আটক করে এবং ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

মামলায় অপরাপর আসামিরা হলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি রুহুল আমীন মাসুদ, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান মজু, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আহসান উল্যাহ খান রুবেল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিলটন, শ্রমিকদল নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কায়সার আহম্মদ কাজল, বিএনপি নেতা বাশার বেপারী, সাখাওয়াত হোসেন পাঠন, আব্দুর রহিম, আনিছুর রহমান, সমর পাঠান, লুৎফর রহমান খান সানি, আব্দুর রশিদ ওরফে তেল রশিদ, সোহাগ পাঠান, ইলিয়াস মন্ডল, সাখাওয়াত পাঠান, মোহাইমিনুল ইসলাম, শামীমা রশিদ লিলি, রিয়াজ উদ্দিন, আব্দুল খালেক, ফারুক হোসেন, আরমান, আসাদ খান, খলিলুর রহমান, সাফিজ উদ্দিন, আমিনুল ইসলাম খান ভাসান, আবু তাহের, শরিফ হাসান, হুমায়ূন কবির, তাহের আলী, খাইরুল ইসলাম, নুর হোসেন, ইমরান আলী সাইফুল, আলী আকবর, আসাদুজ্জামান খান আকমল, রুমান, দ্রুব চৌধুরী, মালেক, ইলিয়াস মন্ডল, শাহাব উদ্দিন, মানিক সরকার, মিল্লাত সরকার, আতিকুল, ছলিম, পাপ্পু, দুলাল, সালাউদ্দিন, রাসেল, টুটুল, সবুজ মাষ্টার, মোস্তফা কামাল, রুহুল, হারুন মেম্বার, খলিলুর, সাইফুল খান ও আলী আকবর শিল্পি।

এছাড়া ওই মামলায় আরো ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।


আরো সংবাদ



premium cement