২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ

-

জামালপুরের মাদারগঞ্জে কালোবাজারে বিক্রি হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম মঙ্গলবার রাতে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া মোড়ে ব্যবসায়ী সাইদুর রহমানের দোকান থেকে চালগুলো জব্দ করেন।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে বাজিতেরপাড়া মোড়ে ব্যবসায়ী সাইদুর রহমানের দোকানের পেছনে গুদামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। অভিযানের সময় ওই গুদামে মজুদ প্রতিটি ৩০ কেজি ওজনের ১২০ বস্তা চাল জব্দ করা হয়। চালগুলো সরকারের চলমান খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি করার চাল বলে নিশ্চিত করেছেন ইউএনও। তবে চালগুলোর মজুতদার দোকান মালিক সাইদুর রহমানকে আটক করা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এই চালগুলো কালোবাজারে বিক্রির সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। চালগুলো আজ রাতে স্থানীয় একজনের হেফাজতে রাখা হবে। কাল সকালে (বুধবার) চালগুলো মাদারগঞ্জ থানায় নেয়া হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।’


আরো সংবাদ



premium cement