১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বন্ধ মিডিয়া খুলে দেয়ার দাবিতে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের বিক্ষোভ ও মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গণতন্ত্র, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাগুলো বাতিল এবং বন্ধ মিডিয়া খুলে দেয়ার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম।

শনিবার দুপুরে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সামনে কর্মসুচী চলাকালে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিউল আলম ও কোষাধ্যক্ষ নজীব আশরাফ প্রমুখ।

বক্তারা জাতীয় সংসদের চলতি অধিবেশনে গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের কালো ধারাগুলো বাতিল ও অবিলম্বে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, দৈনিক আমার দেশসহ বন্ধ মিডিয়া খুলে দেয়ার দাবি জানান।

মানববন্ধন কর্মসুচীতে এম এম মোতালেব (খবরপত্র), সিরাজুল হক সরকার (জনতা), সাজ্জাতুল ইসলাম (নয়াদিগন্ত), মাসুদ রানা (ডেইলী ট্র্যাইব্যুনাল), হাসনাতুল ইসলাম মিল্লাত (আলোকিত ময়মনসিংহ), আব্দুল কাইয়ুম (ভোরের অপেক্ষা), রাসেল হোসেন (ময়মনসিংহ প্রতিদিন ডট কম), আব্দুস সাত্তার (আমাদের সময়), হাবিবুর রহমান হাবীব (আজকের খবর), অজয় সরকার (দেশকাল), আব্দুল হালিম (ময়মনসিংহ সমাচার), আরিফ আহমেদ (দেশের খবর), আব্দুস সাত্তারসহ (দিনকাল) বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement