২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাকৃবিতে বাজেটের ৮৩ ভাগ বেতন ভাতাতেই শেষ

-

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ২৭৮ কোটি ২৩ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর হতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদিত ওই বাজেট প্রকাশ করা হয়।

জানা গেছে, এই অর্থ বছরের জন্য ৩৫৭ কোটি ৫৯ লাখ টাকা চাহিদার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২৭৮ কোটি ২৩ লাখ টাকার টাকার সিলিং নির্ধারণ করে দেয়। যার মধ্যে সরকারি অনুদান হিসাবে ২৬৭ কোটি ৭৩ লাখ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় হিসেবে ১০ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়। তবে গত অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ে এই বাজেটের পরিমাণ ছিল মোট ২৮২ কোটি ৪২ লাখ টাকা। যা এবছরের তুলনায় ৪ কোটি ১৯ লক্ষ টাকা বেশি।

এবছরের বাজেটে দেখা যায়, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে ১৪৮ কোটি ৩৫ লাখ টাকা এবং পেনশন খাতে ৮১ কোটি ৮০ লাখ টাকা ধার্য করা হয়েছে। যা মোট বাজেটের ৮২ দশমিক ৭১ শতাংশ ।

এছাড়া কন্টিনজেন্সি খাতে ৪৬ কোটি ২৩ লাখ টাকা ও বিশেষ বরাদ্দ হিসেবে ১ কোটি ৮৫ লাখ টাকা ধার্য করা হয়েছে। গত বছরের বাজেটে শিক্ষা ও গবেষণা খাতে ব্যয় ধরা হয়েছিল মোট বাজেটের মাত্র সাড়ে ৬ শতাংশ। তবে এ বছর শিক্ষা ও গবেষণা খাতে টাকার পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

 

 


আরো সংবাদ



premium cement