১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ধর্মমন্ত্রীকে ‘রাজাকার’ বলায় গৌরীপুরে ছাত্রলীগের বিক্ষোভ

গৌরিপুরে ছাত্রলীগের বিক্ষোভ। - ছবি: নয়া দিগন্ত

ধর্মমন্ত্রী মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানকে ‘রাজাকার’ বলে কুটুক্তি’র প্রতিবাদে আজ রোববার ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এসএম জিল্লুর রহমান, সহ সভাপতি আলী আসকর সোহাগ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকতাদির খান পাঠান তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান প্রমুখ।
সমাবেশে বক্তরা ধর্মমন্ত্রীকে উদ্দেশ্য করে কুটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি (ধর্মমন্ত্রীর ছেলে) মোহিত উর রহমান শান্তর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

উল্লেখ্য, ২৮ আগস্ট দুপুরে ময়মনসিংহ শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এক মানববন্ধনে নিহত যুবলীগ সদস্য আজাদের স্ত্রী দিলরুবা আক্তার প্রকাশ্যে জনসম্মুখে ধর্মমন্ত্রীকে রাজাকার বলে আখ্যায়িত করে বক্তব্য দেন।

এই মর্যাদাহানিকর, কুরুচিপূর্ণ উক্তিগুলো ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন বাদী হয়ে দিলরুবা আক্তারসহ ৯ জনের বিরুদ্ধে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। অপরদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩১ জুলাই প্রতিপক্ষের হামলায় নিহত হন মহানগর যুবলীগ সদস্য সাজ্জাদ আজাদ শেখ।


আরো সংবাদ



premium cement