২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ত্রিশালে মিল্ক ভিটার কার্যক্রম আবারও চালুর উদ্যোগ

-

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) ময়মনসিংহের ত্রিশাল দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের কার্যক্রম গত দু’বছর যাবত বন্ধ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকায় লোকসানের মুখে পড়েছিল স্থানীয় খামারিরা। আবারও ওই কেন্দ্রটি চালুর উদ্যোগ নিলেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।

শুক্রবার দুপুরে ত্রিশাল দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে আসেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি জানান, স্থানীয় খামারিদের লোকসানের কথা চিন্তা করে আগামি ১৫ দিনের মধ্যে জেনারেটর ও এক মাসের মধ্যে কেন্দ্রের কার্যক্রম শুরু করা হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান শেখ আবদুল হামিদ লাবলু, পরিচালক সামাদ ফকির, খালেকুজ্জামান, গোলাম মোস্তফা নান্টু, হোসনে আরা, নাজিমুদ্দিন হায়দার, ত্রিশাল, শ্রীপুর, জামালপুর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব হোসেন ও বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শাখার সাধারন সম্পাদক মীর শিব্বির আহম্মেদ প্রমূখ।


আরো সংবাদ



premium cement