২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গৌরীপুরে উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৩০ নেতাকর্মীর নামে মামলা

-

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে পুলিশের উপর হামলার অভিযোগ এনে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

গৌরীপুর থানার উপ-পরিদর্শক রিপন চন্দ্র সরকার বাদি হয়ে শনিবার রাতে পুলিশের বিশেষ ক্ষমতা আইনের ধারায় এই মামলাটি রজ্জু করেন।

মামলায় আসামিরা হলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরণ, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামছুল হক (ভিপি শামছু), উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আকবর আনিছ, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি তাজিজুল ইসলাম রাঙা, পৌর ছাত্রদলের সাাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হীরা, গৌরীপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক, উপজেলা সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক এম.এ বাসার ঝুলন। এছাড়াও অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ধানমহাল এলাকায় সরকারবিরোধী ধ্বংসাত্মক কার্যক্রমে বাধা দেয়ায় দুষ্কৃতিকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় গৌরীপুর থানার পুলিশ কনস্টেবল মো: এমদাদুল হক (কং ১৬৮৭) ও মো: জাহাঙ্গীর আলম (কং ৯৪৯) আহত হন। পরে দুষ্কৃতিকারীদের পুলিশ ধাওয়া দিলে পালিয়ে যায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো: আশিকুর রহমান সাংবাদিকদের জানান, নাশকতার উদ্দেশ্যে সরকারবিরোধী ধ্বংসাত্মক কার্যক্রম করায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ অভিযোগ করেন, সরকার সব ধরনের নাগরিক অধিকার কেড়ে নিচ্ছে, বিএনপি কর্মীর বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মামলা করেছে পুলিশ। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করতে বাধা দিচ্ছে পুলিশ।


আরো সংবাদ



premium cement