১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

জামালপুরে বন্যা পরিস্থিতি অবনতি

-

উজানের পাহাড়ী ঢলে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুরের ইসলামপুরে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বন্যার পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই-ছুঁই করছে। বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

পানির প্রচন্ড স্রােতে চিনাডুলী, ডেবরাইপেচ ব্রীজ ও সড়কসহ ওই গ্রামের সিরাজ বেপারী, তোতা বেপারী, শাহাজাদা বেপারী, রেজাউল করিম ও লাল মিয়াসহ চারটি পরিবারের বসতভিটা পানির স্রােতে ভেসে গেছে। এতে উপজেলা সদরের সাথে দেওয়ানপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, চিনাডুলী এসএনসি উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেওয়ানপাড়া বালিকা দাখিল মাদ্রাসায় বন্যার পানি প্রবেশ করায় তিন প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে গেছে। এতে অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা চরম দূর্ভোগে পড়েছে। পাউবোসূত্র জানায়, আগামী ২৪ ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement