২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচীতে পুলিশের বাঁধা

-

ময়মনসিংহে পুলিশের বাঁধার মুখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচী পালন করেছে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। বৃহস্পতিবার দুপুরে নগর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংঠনের নোকর্মীরা শহরের নতুনবাজার মোড়ে অবস্থান কর্মসূচী পালনকালে পুলিশ বাঁধা দেয়। এসময় দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দের আরেকটি মিছিল শহরের রামবাবুরোড থেকে নতুনবাজার মোড়ে পৌছলে পুলিশে মিছিলকারিদের ব্যানার কেড়ে নেয়। পরে উপস্থিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলসহকারে ট্রাফিকমোড়ের পাশে অবস্থান নিয়ে সমাবেশ করে।
এতে দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম। এসময় জেলা যুগ্ম-সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, ও হেলাল আহাম্মেদ, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহাবুবুল আলম, নগর কোষাধ্যক্ষ রতন আকন্দ, বিএনপির নেতা অ্যাডভোকেট এম এ হান্নান খান, শেখ আজিজ, কায়কোবাদ মামুন, অ্যাডভোকেট এম এ হাসেম বাদল, যুবদলের জেলা সভাপতি শামীম আজাদ, সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সাঈদ, স্বেচ্ছাসেবকদল জেলা সভাপতি শহীদুল আমীন খসরু, সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, ছাত্রদলের জেলা সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন, সিনিয়র সহ-সভাপতি তানভীরুল ইসলাম টুটুল, যুগ্ম-সম্পাদক শামসুল আলম উজ্জল ও জোবায়েদ হোসেন শাকিল, মহিলাদলের খালেদা আতিক, ফরিদা পারভীনসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে স্বেচ্ছাসেবকদল জেলা সভাপতি শহীদুল আমীন খসরুর নেতৃত্বে শহরের বাউন্ডারিরোড়ে বিএনপির চেযারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।


আরো সংবাদ



premium cement