১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তাহসান মালার গান আনমনে

তাহসান মালার গান আনমনে - ছবি : সংগৃহীত

সঙ্গীতশিল্পী তাহসান ও মালার কণ্ঠে ইউটিউবে প্রকাশ হয়েছে নতুন গান ‘আনমনে’। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার স্ক্রিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাবে। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে হয়েছে প্রকাশনা উৎসব। এতে শিল্পীদ্বয় ও কলাকৌশলীরা উপস্থিত ছিলেন।

গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন মালা নিজেই। সংগীত পরিচালনা করেছেন সাকের রেজা। তানিম রহমান অংশুর পরিচালনায় বেশ কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওটিতে পারফর্ম করেছেন সাইফ সাইফুল ও রাজকুমারী রিয়া।

মিউজিক ভিডিওটি সম্পর্কে সিলভার স্ক্রিনের কর্ণধার শাহিন কবির বলেন, ‘সিলভার স্ক্রিন জন্মলগ্ন থেকেই চেষ্টা করে আসছে ভালো কাজের সাথে যুক্ত থাকতে। এরই ধারাবাহিকতায় প্রোডাকশন হাউজটির অনলাইন ঠিকানা ‘সিলভার স্ক্রিন’-এর যাত্রা শুরু হলো। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সব কাজ এই চ্যানেলটিতেই দেখা যাবে। সবাইকে চ্যানেলের সাথে যুক্ত থাকার আমন্ত্রণ রইল।’

শাহিন কবির বলেন, ‘আগে গান শুধু শোনা হতো। প্রযুক্তির এই যুগে গান শোনার সাথে দেখার ব্যবস্থাও হয়েছে। এই জায়গাটায় আমরা পিছিয়ে থাকতে চাই না। তাই গান রেকডিংয়ের পাশাপাশি সেটির দৃশ্যধারণ করে দেখার ব্যবস্থাও করা হয়েছে।’

নিজের নতুন গান নিয়ে তাহসান খান বলেন, ‘ধন্যবাদ জানাবো যারা এই গানটির পৃষ্ঠপোষক। দ্বিতীয়তো ধন্যবাদ জানাই আপনাদের যারা এর প্রচারণার আহ্বানে এসেছেন। গানটি শুনে এবং দেখে আপনারা গানটি নিয়ে বিশ্লেষণ করবেন।’

তাহসান বলেন, ধন্যবাদ দিতে চাই সিলভার স্ক্রিনকে। মিউজিক ইন্ডাস্ট্রিতে যতো বড় কোম্পানি আসবে ততো ভালো গান করার সুযোগ হবে আমাদের। এই প্রতিষ্ঠানের শাহিন ভাইকে ধন্যবাদ। উনার কারণেই আসলে গানটি প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, ‘আপনারা যদি একটু পাশ্চাত্যের মিউজিক ভিডিও দেখেন। সেখানে কোনো স্টোরি পাবেন না। শুধু ফিল থাকে, কালারস থাকে, ইমোশন থাকে। এই গানে ঠিক সেরকম কিছুই হয়েছে।’

সিলভার স্ক্রিন প্রডাকশন থেকে ঢালিউডের দুই খান শাকিব খান এবং জায়েদ খানকে নিয়ে দুইটি চলচ্চিত্র নির্মাণ করেছে। প্রতিষ্ঠানটির ‘এইতো প্রেম’ চলচ্চিত্রটিতে শাকিবের বিপরীতে দেখা গিয়েছে অভিনেত্রী বিন্দুকে। এবং ‘প্রেম করবো তোমার সাথে’ চলচ্চিত্রটিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল