২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সুবীর নন্দী লাইফ সাপোর্টে

- সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী। এর আগে রোববার রাতে একটি পারিবারিক অনুষ্ঠান থেকে ঢাকায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

সেখানে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে থাকলে রাত ১১ টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে জানানো হয়েছে। লাইফ সাপোর্টে নেয়ার পর তাকে ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখা হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।

শিল্পীর পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে সুবীর নন্দীকে সিএমএইচের জরুরি বিভাগে নেয়ার পর রাত ১১টার দিকে হার্ট অ্যাটাক হয় তার।

শিল্পীর পরিবারের ঘনিষ্ঠ স্বজন তৃপ্তি কর বলেন, ‌‘জরুরি বিভাগে আনার আগেই হার্ট অ্যাটাক হলে তাকে (সুবীর নন্দী) আর ফেরানো যেতো না হয়তো। আমাদের সৌভাগ্য, তার আগেই হাসপাতালে আনা হয়েছে’।

সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী জানান, পারিবারিক একটি অনুষ্ঠান শেষ করে রোববার রাতে বাবা-মাকে নিয়ে তিনি সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন ট্রেনে। পরে রাত ৯টা নাগাদ উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ করে সুবীর নন্দীর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। পরে ক্যান্টনমেন্ট এলাকার তৃপ্তি করের সহযোগিতায় ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

ফাল্গুনি আরো জানান, দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন শিল্পী সুবীর নন্দী। এছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে তিনি বেশ কিছুদিন ধরেই আক্রান্ত তিনি।

উল্লেখ্য, সুদীর্ঘ ৪০ বছরের সঙ্গীত জীবনে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন দেশবরেণ্য এই শিল্পী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। বাংলাদেশের সঙ্গীতে অমূল্য অবদানের জন্য এ বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান শিল্পী সুবীর নন্দী।


আরো সংবাদ



premium cement
সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

সকল