২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আইয়ূব বাচ্চুর মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া

আইয়ূব বাচ্চুর মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া - সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বাংলাদেশের রক মিউজিকের পাইয়োনিয়ার আইয়ূব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছন। বিসিবি সভাপতি এক শোক বার্তায় বলেন, ‘আইয়ুব বাচ্চু বাংলাদেশের রক মিউজিকের একজন কিংবদন্তী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গুণী এই শিল্পীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তার মৃত্যু বাংলাদেশ ও ব্যান্ড সঙ্গীতের অপূরণীয় ক্ষতি’।

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকেই অনুশীলনে ব্যস্ত ছিল বাংলাদেশ ক্রিকেট দল। ঠিক সে সময়ই মাশরাফি বিন মর্তুজা-মুশফিকুর রহীমদের কাছে ভেসে আছে কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদ। সাথে সাথে হোম অব ক্রিকেটে নেমে আসে শোকের ছায়া। ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী ও গিটারিস্টের মৃত্যুতে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন ক্রিকেটাররা।

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে মাশরাফি শোক জানিয়েছেন প্রিয় এ শিল্পীর একটি গানের চম্বুক অংশ দিয়ে, ‘সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে, এই শহর গাড়ি বাড়ি কিছুই রবে না–আইয়ুব বাচ্চু।’

সব সময় গানের মাধ্যমে ভক্তদের আনন্দ দিতে পছন্দ করতেন আইয়ুব বাচ্চু। কিংবদন্তি এ শিল্পীর স্টেজ মাতানো দেখে মুগ্ধ হতেন মুশফিকুর রহীম। বৃহস্পতিবার তার মৃত্যুতে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান স্টেজ মাতানোর একটি সাদাকালো ছবি ফেসবুকে দিয়ে শোক জানিয়েছেন, ‘কি একটি দুঃখজনক খবর দিয়ে দিনটি শুরু হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মা শান্তি পাক।’ এ ছাড়া ছবিতে লেখা রয়েছে, তোমাকে কখনোই ভোলা যাবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আইয়ুব বাচ্চুর সাথে নিজের আগে ওঠা একটি ছবি দিয়ে রুবেল হোসেন শোক জানিয়ে লিখেছেন, ‘ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। সত্যি মানতে পারছি না আমি ছোটবেলা থেকেই জেমস ভাই, বাচ্চু ভাই এদের গান শুনি। আমি বাচ্চু ভাইয়ের বিশাল বড় একজন ফ্যান। সেদিনও টিভিতে তার কনসার্ট দেখছিলাম। আল্লাহ এটা কি হয়ে গেল। আসলে সবাইকে চলে যেতে হবে একদিন। এটাই বাস্তবতা। তার জন্য সবাই দোয়া করবেন.. আল্লাহ যেন প্রিয় শিল্পী কে বেহেশত নসীব করেন, আমিন।’

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক জানাতে ভুল করেননি তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।’

এদিকে প্রিয় শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন সাব্বির রহমান। ব্যাপারটি কিছুতেই লুকাতে পারেননি এ ডানহাতি। যা প্রকাশ পেয়েছে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতায়, ‘ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। আপনার আত্মা শান্তিতে বিশ্রাম নিক।’

বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু।

দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন আইয়ুব বাচ্চু। চিকিৎসকরা বলছেন, তার হৃদ যন্ত্রে কার্যক্ষমতা ছিল মাত্র ৩০%। এর আগে ২০০৯ সালে তিনি হার্টে রিং পরিয়েছিলেন।


আরো সংবাদ



premium cement