২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নিজের গান নিয়ে যা বলেছিলেন আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চু - সংগৃহীত

''সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো
আসলে কেউ সুখী নয়...''

জনপ্রিয় এই গানের শিল্পী আইয়ুব বাচ্চু আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অসংখ্য জনপ্রিয় গানের এই স্রষ্টা অবশ্য নিজেকে প্রথমতঃ একজন গিটারিষ্ট হিসেবে ভাবতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করতেন। একই সাথে শ্রোতারা তাকে যেভাবে দেখতে চান সেভাবেই তিনি পরিচিত থাকতে চাইতেন।

ফিলিংস নামের একটি ব্যান্ড দলের হয়ে কাজ শুরুর আগে বন্ধুবান্ধবদের সাথে গোল্ডেন বয়েজ, আগলি বয়েজ, স্পাইডার নামের বিভিন্ন ব্যান্ড দল গড়েছিলেন তিনি।

ফিলিংস-এর হয়ে চট্টগ্রামে একটি হোটেলে গান করতেন তারা। এরপর ১৯৮০ সালে সোল্স-এ কাজ শুরু করেন।

হার্ড রক ধরনের গান করার জন্য ১৯৯০ এর দশকে তিনি এলআরবি গঠন করেন। সেসময় ১৯৯১ সালে এলআরবি নামে একটি এলবাম বের করেন তারা।

আইয়ুব বাচ্চুর সংগীতের অনুপ্রেরণা ছিলেন জিমি হেন্ডরিক্স, জো স্যাটরিনি, স্টিভ মুরের মতো আরো অনেকেই। তবে তিনি তাদের গানের অনুকরণ করতে চাইতেন না মোটেও। তিনি শুধু তাদের পথে হাঁটতে চেয়েছেন।

মুলত: রক ঘরনার গান করলেও আধুনিক, ক্ল্যাসিকাল, লোকগীতি ইত্যাদি ঘরনার গানও করেছেন আইয়ুব বাচ্চু। আব্দুল আলীমের একটি এলবাম রিমেক করেছিলেন তিনি এবং সেখানে শ্রোতাদের প্রচুর সাড়া পেয়েছিলেন।

তিনি বাংলা ভাষাভাষী তরুণ প্রজন্মকে জাগিয়ে রাখার জন্যই গান করতেন। কিন্তু একটা সময় তার বিরুদ্ধে ভক্তদের ছিল, তিনি বানিজ্যিক গানের প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন।

তা জনপ্রিয় গানগুলো যেমন, সেই তুমি কেন এতো অচেনা হলে, রুপালী গিটার, কষ্ট পেতে ভালোবাসি, হাসতে দেখ গাইতে দেখ -- এমন সব গানের পরে আম্মাজান কিংবা এক চালা টিনের ঘর এমন গানগুলো তারা ভালোভাবে নেয়নি।

এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু এক সাক্ষাৎকারে বলেছিলেন, এখন আর তারা এমন গান করেন না। তবু তিনি মনে করেন ওই গানেরও শ্রোতা নিশ্চই আছে। এখন যে ধরনের গান হচ্ছে রেডিওতে সেগুলোর পাশাপাশি শ্রোতাদের উচিত ভালো গানকে সমর্থন দেয়া।

তিনি সাথে যোগ করেছিলেন, অনেক সময়ই দেখা যাচ্ছে জোড়াতালি দিয়ে বানানো গান রেডিওতে বাজানো হচ্ছে, এটি কতটা ভালো তা দেখার দায়িত্ব তিনি শ্রোতাদের উপরেই ছেড়ে দিয়েছিলেন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement