২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আলী জ্যাকোর মিউজিক ভিডিও প্রকাশ

-

পাঁচবার বিশ্ব কিবোর্ডবক্সিং চ্যাম্পিয়ন গায়ক,গীতিকার আলী জ্যাকো। এবার তিনি তার একক গানের ভিডিও নিয়ে আসছেন। নাম দিয়েছেন "আর্মি অফ এঞ্জেলস"। ৩০ জুন তাঁর অত্যন্ত প্রত্যাশিত নতুন একক / সঙ্গীত ভিডিওটি মুক্তি পায়।

এর আগে এ বছরেই কিকবক্সিং থেকে সংগীত শিল্পি হয়ে ওঠা আলী জ্যাকো বলিউডে বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের আলোচিত ছবিতেও গান গেয়েছেন। ‘রেইস থ্রি’ ছবিতে আলী জ্যাকোর গানের হিন্দি সংস্করণ রয়েছে।
গানটির কথা ও সূর জ্যাকোর নিজের করা।

গত ১৫ জুন ছবিটি মুক্তি পায়। এর আগে ১৪ মে ‘রেইস থ্রি’ ছবির প্রথম পোস্টার প্রকাশ করেন সালমান খান। এরপর নাটকীয়ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির ট্রেলার প্রকাশ করেন। ট্রেলারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। ছবি মুক্তির আগেই প্রায় ৪ কোটি লোক ছবিটির ট্রেলার দেখেছেন।

যুক্তরাজ্যের হয়ে কিক বক্সিংয়ে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ান আলী জ্যাকো বাংলাদেশী বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক। এর আগে তাঁর নিজের লিখা ও সুর করা একাধিক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘আই ফাউন্ড লাভ’, ‘ওনলি থিং আই সি’, ‘হোয়াট ইফ আই লাভড ইউ লাইক দ্যাট’ এবং ‘আর্মি অব অ্যাঞ্জেলসের’। ‘আর্মি অব অ্যাঞ্জেলস’ ইতিমধ্যেই একটি ইংরেজি চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাক হিসেবে মনোনিত হয়েছে।

কিকবক্সিংয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই প্রত্যয়ী কিকবক্সার এবার নিজ প্রতিভা দিয়ে লালন করতে চান তাঁর দীর্ঘ দিনের প্যাশন সুর আর সঙ্গীতকে।

গভীর আসক্তির এই ক্ষেত্রটিতে তিনি কাজও শুরু করে দিয়েছেন। এরই মধ্যে তাঁর ‘আই ফাউন্ড লাভ’ শিরোণামে একটি গান রিলিজ হয়েছে। এর দুর্দান্ত একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি। গানটি রিলিজ করা হয় জ্যাকোর ওয়েবসাইটে ফেব্র–য়ারির ভালবাসা দিবসের মূল অনুভূতিকে সামনে রেখে। মিউজিক ভিডিওতেও প্রেমের সেই আবহ পুরোপুরি বর্তমান। নিশ্চিতভাবেই এই ভিডিও সব প্রেমিক মনকে ছুঁয়ে যাবে।

এরই মধ্যে ‘আই ফাউন্ড লাভের’ সাউন্ড ট্র্যাক বলিউডের একটি চলচ্চিত্রের জন্য মনোনিত হয়েছে। জ্যাকোর পরিকল্পনা হল, এ বছরই ১১টি গান মিউজিক ভিডিওসহ রিলিজ করবেন তিনি। অর্থাৎ প্রতি মাসে অন্তত একটি করে গান সৃষ্টি হবে।

 


আরো সংবাদ



premium cement
কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল