২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

২ মার্চ পতাকা উত্তোলনের দিবসকে যারা অস্বীকার করেন তারা জ্ঞানপাপী : জেএসডি

-

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নেতৃবৃন্দ বলেছেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সিরাজুল আলম খানের নেতৃত্বে ১৯৬২ সালে গঠিত নিউক্লিয়াস প্রতিষ্ঠার লগ্ন থেকেই পরিকল্পিতভাবে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা শুরু করে। ৭১-এর ২ মার্চ আ স ম আবদুর রব কর্তৃক লাখ লাখ ছাত্র-জনতার সমাবেশে স্বাধীনতার পতাকা উত্তোলন এ ধারাবাহিকতারই অংশ। পরিকল্পিতভাবেই এ দিন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। এই পতাকা উত্তোলনের মাধ্যমেই জাতিকে স্বাধীনতার দিকনির্দেশনা দেয়া হয়। রাষ্ট্রীয় শক্তির সম্মুখে সে রাষ্ট্রের পতাকা পুড়িয়ে নতুন রাষ্ট্রের নতুন পতাকা উত্তোলন দুর্দান্ত সাহসিকতা, স্পর্ধা, দেশপ্রেম তথা জাতির প্রতি অপরিসীম আনুগত্যের বহিঃপ্রকাশ। পতাকা উত্তোলনের এ বিশাল কর্মযজ্ঞকে যারা অস্বীকার করেন তারা জ্ঞানপাপী। নেতৃবৃন্দ সব ধরনের মিথ্যাচার, হীনম্মন্যতা, ইতিহাস বিকৃতি পরিহার করে ২ মার্চের পতাকা উত্তোলন, ৩ মার্চের ইশতেহার পাঠসহ স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। গতকাল বিকেলে ২ মার্চ উদযাপন কমিটির সভায় বক্তব্যদানকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জেএসডি কার্যকরী সভাপতি ও ২ মার্চ উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেনÑ স্থায়ী কমিটির সদস্য বেগম তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, এস এম সামছুল আলম নিক্সন, এম এ ইউসুফ, মিসেস আনিসা রতœা, আবদুল মান্নান, অ্যাডভোকেট নাজিম উদ্দিন শেখ, আবদুল মোত্তালেব মাস্টার, নাসির উদ্দিন স্বপন, কামরুল হুদা লাবলু, মোহাম্মদ মোস্তাক, জিয়াউল হক জিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement