২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শিশুসন্তান আরশ মায়ের হেফাজতে থাকবে : হাইকোর্ট

-

অভিনেতা সিদ্দিকুর রহমানের ছয় বছরের শিশুসন্তান আরশ হোসেন তার মা মারিয়া মিমের হেফাজতে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে সপ্তাহে দুই দিন শিশুর বাবা ছিদ্দিকুর রহমান তাকে নিয়ে আসতে পারবেন, সাথে রাখতে পারবেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এ রায় দেন। শিশুটিকে হেফাজতে নিতে মা মারিয়া মিমের করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
আদালত বলেছেন, শিশুটির অভিভাবকত্ব নিয়ে কোনো পক্ষ চাইলে সংশ্লিষ্ট আদালতে মামলা করার স্বাধীনতা থাকবে। আজ বৃহস্পতিবারের মধ্যে শিশুটিকে তার মা মারিয়া মিমের কাছে দিতে বাবা অভিনেতা ছিদ্দিকুর রহমানের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে শিশু আরশ হোসেনের মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া। শুনানিতে সাথে ছিলেন আইনজীবী রিপন কুমার বড়–য়া ও ফুয়াদ হাসান। অন্য দিকে, শিশুর বাবা ছিদ্দিকুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।
প্রসঙ্গত, ছিদ্দিকুর রহমানের সাথে ২০১২ সালের ২৪ মে বিয়ে হয় মারিয়া মিমের। পরের বছর ২৫ জুন আরশ হোসেনের জন্ম হয়। ২০১৯ সালে ১৯ অক্টোবর তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে শিশুটি বাবা ছিদ্দিকুর রহমানের হেফাজতে ছিল। শিশুটিকে কাছে পেতে আদালতের দ্বারস্থ হন মা মারিয়া মিম। এর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল দিয়েছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বুধবার রায় দেন হাইকোর্ট। এর আগে বাবার হাত ধরে শিশুটি আদালতে আসে। রায় ঘোষণার সময় মা মারিয়া মিমও আদালতে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement