২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বুড়িগঙ্গার তীরে ৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

-

ঢাকার চার পাশের নদীগুলো দখল ও দূষণমুক্তকরণের বিশেষ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। তারই ধারাবাহিকতায় তুরাগ নদীর পরে এবার বুড়িগঙ্গা নদীর দুই তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে সংস্থাটি।
গতকাল পোস্তগোলা ব্রিজের কেরানীগঞ্জ প্রান্ত থেকে পানগাঁও অভিমুখে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ঢাকা বন্দর) এ কে এম আরিফ উদ্দিন। অভিযানে ছয়টি একতলা পাকা ভবন, পাঁচটি আধা পাকা ভবন, ২৫টি টিনের ঘরসহ ২ হাজার ফুট ড্রেজার পাইপ ভেঙে ফেলা হয়। উদ্ধার করা হয় প্রায় সাড়ে তিন একর জমি। এ ছাড়া ১ লাখ ৫২ হাজার টাকা জরিমানাসহ প্রায় সাড়ে ২১ লাখ টাকার পণ্য নিলামে তোলা হয়।
এ কে এম আরিফ উদ্দিন বলেন, নদী রাষ্ট্রের সম্পদ। নদীকে হত্যা করা মানে রাষ্ট্রকে হত্যা করা। যারা নদীকে দখল ও দূষণ করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।


আরো সংবাদ



premium cement