২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

মোহাম্মদপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

-

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ৫) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা উদ্যান হাউজিংয়ের রাস্তার ওপর নির্মিত মূল গেট এবং ১টি নির্মাণাধীন গেট অপসারণ করা হয়। সানি মার্ট, ডেইলি শপ ও এপেক্স নামক ৩টি চেইন শপের বিদেশী ভাষায় লিখিত সাইনবোর্ডসহ মোট ২০টি সাইনবোর্ড/বিজ্ঞাপন অপসারণ করা হয়েছে। এ ছাড়া চন্দ্রিমা উদ্যান হাউজিংয়ে একটি নির্মাণাধীন গেট অপসারণ করা হয়। সড়ক ও ফুটপাথে নির্মাণসামগ্রী রাখার অপরাধে তিনটি হোল্ডিংয়ের মালিকের কাছ থেকে ৬০ হাজার টাকা ও লাইসেন্সবিহীন দু’টি দোকান মালিক থেকে তিন হাজার জরিমানা আদায় করা হয়।


আরো সংবাদ



premium cement