২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
সভাপতি-সেক্রেটারির ওপর হামলার প্রতিবাদ

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

-

গত মঙ্গলবার ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়িবহরে ছাত্রলীগ-শ্রমিক লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ঢাবি শাখা। গতকাল সকালে বিশ^বিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব আমান উল্লাহ আমানের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মোক্তাদির হোসেন তরু, সাজিদ হাসান বাবু, যুগ্ম সম্পাদক মহিন উদ্দিন রাজু, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, আরিফুল হক, মারুফ এলাহি রনি, ঢাবির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, জহির রায়হান, নাছির উদ্দিন নাছির, আশরাফুল আলম আনিক, সদস্য তরিকুল ইসলাম, মিনহাজ আহমেদ প্রিন্স, গাজী সাদ্দম হোসেনসহ তিন শতাধিক নেতাকর্মী।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতারা বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়িবহরে কাপুরুষোচিত হামলার মাধ্যমে নিজেদের আবার সন্ত্রাসী হিসেবে প্রমাণ করল। এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানানোর ভাষা নেই। ছাত্রদল নেতারা অবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় কারাগারে বন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত একুশে ফেব্রুয়ারি ময়মনসিংহের হালুয়াঘাটে ছাত্রদলের ৪ নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহত এই নেতাদের কবর জিয়ারত করার জন্য ও তাদের পরিবারের খোঁজ নিতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা হালুয়াঘাটে পৌঁছান মঙ্গলবার দুপুরে। কিন্তু শহরের প্রবেশ পথেই ছাত্রদল নেতাদের গাড়ি আটকে দেয় পুলিশ। পুলিশি বাধায় নেতারা কবর জিয়ারত না করেই ঢাকায় ফিরছিলেন। ফেরার সময় ফুলপুরে ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা তাদের গাড়ি আটকে দেয় এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে হামলা করে। তারা চারটি মাইক্রোবাস ভাঙচুর করে। এতে ছাত্রদলের পাঁচ-ছয় জন আহত হয়।


আরো সংবাদ



premium cement
হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে? গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরাইলের উপজেলা নির্বাচন জটিলতা ভোটাধিকারের প্রতি মর্যাদা ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের ধারাবাহিক ধারা’ অনুসরণের অভিযোগ

সকল