২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বন্দরে ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

-

নারায়ণগঞ্জের বন্দরে ছয় হাজার অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার এসব সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাসসংযোগ দেয়ার অভিযোগ রয়েছে।
এ নিয়ে প্রায় চলে অভিযান। এমনকি অবৈধ গ্যাসসংযোগ দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বন্দর থানায় ইতঃপূর্বে মামলা দায়ের করার ঘটনায়ও ঘটেছে। অবৈধ গ্যাসসংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলে ও জাতীয় পার্টির নেতা কামাল হোসেনসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি রাতে প্রকৌশলী জাফর আলম ব্যবস্থাপক (জেবিঅ-সোনারগাঁ) বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বন্দরের মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁ, গোবিন্দকুল, ফনকুল, শাসনেরবাগ ও বারপাড়া এলাকায় অভিযান চালায় তিতাস।
এ সময় দাসেরগাঁ থেকে লাঙ্গলবন্দের প্রেমতলা পর্যন্ত পাঁচ কিলোমিটার অবৈধ পাইপ লাইন উপড়ে ফেলা হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযানে নেতৃত্ব দেন।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ, বারপাড়া, শাসনেরবাগ, ফনকুল, দাসেরগাঁ, গোবিন্দকুল এলাকায় অবৈধভাবে পাইপলাইন স্থাপন করে সংযোগ নিয়ে দীর্ঘদিন অবৈধ গ্যাস ব্যবহার করছিল। মঙ্গলবার এসব এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উপড়ে ফেলা হয় পাঁচ কিলোমিটার অবৈধ পাইপলাইন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ডেপুটি ম্যানেজার মেজবাউল ইসলাম, সহকারী ডেপুটি ম্যানেজার সারোয়ার হোসেন, কর্মকর্তা মিজানুর রহমান ও মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ জানুয়ারি বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নারায়ণগঞ্জ পুলিশের সহযোগিতায় তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লিমিটেডের সোনারগাঁও আঞ্চলিক অফিসের প্রকৌশলী মিজবাহ উর রহমানের উপস্থিতিতে উল্লিখিত স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল