২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে হবে : খেলাফত মজলিস

-

খেলাফত মজলিস ঢাকা মহানগরীর ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছে। সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠার প্রেরণা জুগিয়েছে। যদি একুশে ফেব্রুয়ারি শহীদরা রক্ত না দিতেন তাহলে আমরা যেমন রাষ্ট্রভাষা বাংলা পেতাম না, আমাদের স্বাধীনতা আন্দোলনও তেমন কঠিন হয়ে যেত। সুতরাং ভাষা আন্দোলন যুগে যুগে আমাদেরকে অন্যায় ও স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করতে শিখিয়েছে। আজকের আওয়ামী স্বৈরাচার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার যে অপসংস্কৃতি এই সরকার চালু করেছে তার পরিণতি জাতি এখনই ভোগ করতে শুরু করেছে। জীবনযাত্রার ব্যয় বহু গুণ বেড়েছে। ব্যাংকগুলো আমানত-সঙ্কটে ভুগছে। এই অবস্থা আর চলতে দেয়া যায় না। সব রক্তচক্ষু উপেক্ষা করে ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার সংগ্রামকে আরো বেগবান করতে হবে।’
গতকাল বিকেল ৫টায় ঢাকা মহানগরী সহসভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আজিজুল হকের পরিচালনায় মহানগর মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচন সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑ শাহাব উদ্দিন আহমদ খন্দকার, তাওহীদুল ইসলাম তুহিন, হুমায়ুন কবির আযাদ, কাজী আরিফুর রহমান, হাজী হারুনুর রশীদ, অ্যাডভোকেট সানাউল্লাহ মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement