১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বনশ্রীতে ভাড়াটিয়ার বাসায় চুরি

-

রাজধানীর বনশ্রীতে শামসুল আলম (রানা) নামে এক ভাড়াটিয়ার বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ভাড়াটিয়া খিলগাঁও থানায় দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ করেন, তার বাসা নং-৭১, ফ্ল্যাট নং-২/সি (তৃতীয় তলা), রোড নং-১০/৪, ব্লক-এফ, দক্ষিণ বনশ্রী, থানা খিলগাঁও। বাসা তালাবদ্ধ করে স্ত্রী ফারজানা আক্তার টুম্পাকে নিয়ে চিকিৎসার্থে গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ভারতে যান। এরই মধ্যে তার ভাড়াবাসায় ঘটে ব্যাপক চুরির ঘটনা। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার কিছুক্ষণ আগে একই ভবনের আরেকজন ভাড়াটিয়া নিপা শেখ তাকে মোবাইলে জানান, তার বাসার তালা ভাঙা এবং দরজা খোলা। তারা কয়েকজন মিলে রানার বাসার ভেতরে গিয়ে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। ফলে স্ত্রীর চিকিৎসা শেষ না করেই গত ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্ত্রীকে নিয়ে দেশে ফেরেন রানা। তিনি ওই দিনই রাত ৯টায় ভবনের কয়েকজন ভাড়াটিয়াকে সাথে নিয়ে বাসায় প্রবেশ করে দেখেন, তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া জিনিসের মধ্যে বাসার খরচের জন্য ১৪ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্ত্রীর ব্যবহৃত স্বর্ণালঙ্কারসহ (দুল, চেইন ও আংটি) অন্যান্য মালামাল রয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য এক লাখ ৭০ হাজার টাকা। চুরির ঘটনা তৃতীয়তলায় সংঘটিত হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।


আরো সংবাদ



premium cement

সকল