২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অধ্যাপক কানিজ-ই-বাতুল স্মারক বৃত্তি পেলেন ৩ ছাত্রছাত্রী

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে উর্দু বিভাগের আয়োজনে অধ্যাপক ড. কানিজ-ই-বাতুল স্মারক বৃত্তি দেয়া হয়েছে। গতকাল বুধবার সকালে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো: দেলোয়ার হোসেন ও ট্রাস্ট ফান্ডের দাতা সৈয়দ তাকী মোহাম্মদ উপস্থিত থেকে বৃত্তির চেক প্রদান করেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ড. কানিজ-ই-বাতুলের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অধ্যাপক ড. জাফর আহমদ ভূঁইয়া, অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রববানী, ড. মো: রেজাউল করিম, হুসাইনুল বান্না, সৈয়দ আহমেদ আলী প্রমুখ।
ড. কানিজ-ই-বাতুল ২০১৫ সালের ৬ জুলাই ইন্তেকাল করেন। তিনি জীবদ্দশায় ছাত্রছাত্রীদের প্রচুর সহযোগিতা করতেন। তিনি নবাব পরিবারের সদস্য ছিলেন। তিনি ঘরোয়া কাজ নিজেই করে এক আদর্শ স্থাপন করে গেছেন। তার মৃত্যুর পর তার পক্ষে তার ভাই তাকী মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে বৃত্তি প্রদানের জন্য ১০ লাখ টাকা প্রদান করেন। ওই টাকা থেকে এ বছর তৃতীয় পর্যায়ে মো: আবু সাজিদ, রাশিদুল ইসলাম ও মোছা: আছিয়া খাতুনকে বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেককে ১০ হাজার টাকার চেক দেয়া হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement