২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শিবচরে ছাত্রদলের মতবিনিময় সভা

-

সংগঠনকে গতিশীল করতে কাজ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সারা দেশে তৃণমূলে ছাত্রদলকে শক্তিশালী করতে জানুয়ারি মাসে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের নিয়ে ১০টি সাংগঠনিক টিম গঠন করে বিএনপির হাইকমান্ড। একজন কেন্দ্রীয় সহসভাপতির নেতৃত্বে গঠিত প্রতিটি টিমে চারজন করে সদস্য রয়েছে। ইতোমধ্যে বেশির ভাগ সাংগঠনিক টিম তাদের কার্যক্রম শেষ করে ফেলেছে। তারই অংশ হিসেবে মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্রদলের উদ্যোগে গত রোববার এক মতবিনিময় সভা হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান। এ ছাড়াও বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহের গোমস্তা, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম দিপুসহ ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় শিবচর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের তৃণমূল পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, ছাত্রদলকে সুসংগঠিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পদক্ষেপ নিয়েছেন তা অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হলে তারেক রহমানের নির্দেশে ছাত্রদলকে ঢেলে সাজানোর বিকল্প নেই। মতবিনিময় সভায় শিবচর উপজেলা ছাত্রদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে সুসংহত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।


আরো সংবাদ



premium cement