২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কুতুববাগ দরবার শরিফে ওরস শুরু কাল

-

ফার্মগেট কুতুববাগ দরবার শরিফের দুই দিনব্যাপী মহাপবিত্র ওরস ও বিশ্বজাকের ইজতেমা-২০২০ কাল ৩০ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হচ্ছে। নারায়ণগঞ্জের বন্দর থানাধীন রেলস্টেশন সংলগ্ন দরবার শরিফ প্রাঙ্গণ এরই মধ্যে হাজার হাজার আশেক-জাকেরান ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসছে বাস কাফেলা।
কাল বৃহস্পতিবার বাদ ফজর কুরআনখানি ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে শুরু হবে এই পবিত্র দ্বীনি-জলসা। বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত সুন্নি ওলামা-মাশায়েখরা কুরআন-হাদিস, ইজমা-কিয়াসের আলোকে শরিয়ত-তরিকত, হাকিকত ও মারেফত বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করবেন।
পরশু শুক্রবার জুমার নামাজের আগে মূল্যবান নসিহত বাণী পেশ করবেন পীরে কামেল হজরত সৈয়দ জাকির শাহ নকশবন্দী-মোজাদ্দেদী-কুতুববাগী। জুমার নামাজ শেষে আখেরি মুনাজাত করবেন মোজাদ্দেদিয়া তরিকার ইমাম হজরত মোজাদ্দেদ আল ফেসানি (রহ:)-এর দরবারের গদিনশীন পীর ও খলিফা আওলাদে রাসূল হজরত সৈয়দ মোহাম্মদ সাদিক রেজা মোজাদ্দেদি সাহেব। ধর্মপ্রাণ মুসল্লিদের এই দ্বীনি ইজতেমায় যোগদানের জন্য খাজাবাবা কুতুববাগী কেবলাজান আহŸান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement