২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

-

কক্সবাজারের টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। গ্রেফতারকৃতরা হলো- টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার আব্দুর গফুরের স্ত্রী নুর বাহার (৫০), মোহাম্মদ হেলাল (২৮) ও আব্দুর রাজ্জাক (১৮)। গত শনিবার রাতে ডেইলপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, ইয়াবাগুলোর আনুমানিক মূল্য চার কোটি ৫০ লাখ টাকা। গতকাল কোস্ট গার্ড সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্ট গার্ড সদর দফতরের গোয়েন্দা পরিদফতরের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এম হায়াত ইবনে সিদ্দিক জানান, শনিবার রাতে ডেইলপাড়ায় গফুর নামে এক ব্যক্তির বাড়িতে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান এনে কেনাবেচা চলছে, এমন খবরে অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানের সময় আরো তিনজন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের স্বীকারোক্তি মোতাবেক দেড় লাখ পিস ইয়াবাভর্তি বস্তা জব্দ করা হয়। ঘটনায় জড়িত থাকায় আব্দুল গফুর (৬০) ও তার দুই ছেলে মোহাম্মদ হোসেন (৩০), সাদ্দাম হোসেন (২৫) এবং আঞ্জুমা বেগমকে মামলায় পলাতক আসামি করে ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


আরো সংবাদ



premium cement