২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
খাদ্যমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি

নতজানু নীতির কারণে সীমান্তে হত্যাকাণ্ড : খেলাফত মজলিস

-

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রায়ই নির্বিচারে গুলি করে বাংলাদেশী নাগরিকদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতির ফলে বিএসএফ পাখির মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের হত্যা করছে। শুধু জানুয়ারি মাসের তিন সপ্তাহে সীমান্তে ১৫ জন বাংলাদেশী নাগরিককে গুলি করে ও পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এ আচরণ কোনোভাবেই সুপ্রতিবেশী সুলভ আচরণ নয়।
গতকাল এক বিবৃতিতে তারা এ কথা বলেন। তারা আরো বলেন, যদি কোনো নাগরিক অবৈধভাবে সীমান্তে যান তবে তাকে ধরে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিধান রয়েছে এবং আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু বিএসএফ তা না করে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যায় মেতে উঠেছে। বাংলাদেশ সরকার ভারতের এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ দিকে সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যায় বিএসএফের দোষ দিয়ে লাভ নেই- বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নির্লজ্জভাবে ভারতের দালালী করেছেন। খাদ্যমন্ত্রীর এ বক্তব্যে বোঝার উপায় নেই তিনি বাংলাদেশের নাকি ভারতের মন্ত্রী। বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে খাদ্যমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান সীমান্তে ভারতের নির্বিচার গুলি ও বাংলাদেশী নাগরিকদের হত্যা বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement