১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

টেকনাফে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

-

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে আটকের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ নাসির উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় এলজি, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ১৬ রাউন্ড কার্তুজের খোসা ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। গতকাল রোববার ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘরিয়াপাড়ার দইল্যা খালের পাড়ে এ ঘটনা ঘটে। নিহত নাসির ওই এলাকার জালাল আহমদের ছেলে। পুলিশের দাবি, নাসির একজন চিহ্নিত মাদক কারবারি। অভিযান চলাকালে তিন পুলিশ সদস্য এসআই অহিদ উল্লাহ, কনস্টেবল আবদুশ শুক্কুর ও মোহাম্মদ হেলাল আহত হয়েছেন বলে দাবি করা হয়। টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘শনিবার রাতে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের খবরে একদল পুলিশ অভিযান চালিয়ে টেকনাফের হ্নীলা গার্লস স্কুলের সামনে থেকে মোহাম্মদ নাসির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার স্বীকারোক্তি মতে ইয়াবার চালান উদ্ধারে হোয়াইক্যং পূর্ব ইউনিয়নের সাত ঘড়িয়াপাড়ায় অভিযানে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গুলিবিনিময়ের পর ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় নাসিরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ২০১৮ সালের মে মাসে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানে চলতি বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত কথিত বন্দুকযুদ্ধে মোট ২১৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৬৩ জন রোহিঙ্গা রয়েছে।


আরো সংবাদ



premium cement