২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আ’লীগ নেতা এনামুল হক এনু ৪ দিনের রিমান্ডে

-

অবৈধ সম্পদ অর্জনের মামলায় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড প্রতিবেদনে বলা হয়, অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে এনু নিজ নামে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৭৭৩ টাকার সম্পদ অর্জন করেছেন। রাজধানীর গেন্ডারিয়ার বাসিন্দা হারুনুর রশীদ ও ওয়ারীর বাসিন্দা আবুল কালাম আজাদ পরস্পর যোগসাজশে যথাক্রমে এক কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা ও দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে এনুকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। ওই সম্পদ নিজেদের দখলে রেখেছেন। এনুর অবৈধ সম্পদের বর্তমান অবস্থা, কাকে কী উদ্দেশ্যে দেয়া হয়েছে, তার সাথে আরো কারো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখার ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ একান্ত জরুরি।
গত ২১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী এ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সেদিন রিমান্ড শুনানির জন্য ২৩ জানুয়ারি দিন ধার্য করেন।


আরো সংবাদ



premium cement