১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

বুড়িগঙ্গার সীমানা পিলার বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

-

রাজধানীর হাজারীবাগে সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনে বুড়িগঙ্গা নদীর সীমানা পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ তিন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। গতকাল সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তারা বারইখালী এলাকায় একটি মাঠের পাশে বিআইডব্লিউটির সীমানা পিলার বসানোর কাজ করছিলেন।
নিহতরা হলেনÑ সিরাজগঞ্জের কামার খন্দীয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে ঝড়– রহমান শেখ (৪৫) তার ভাই সাইফুল ইসলাম শেখ (৩৮) ও বগুড়া জেলার বাসিন্দা মঞ্জুরুল ইসলাম (৩৫)।
হাজারীবাগ থানার ওসি জানান, নদীর পাড়ে বিআইডব্লিউটির সীমানা পিলার বসাতে ঠিকাদারের মাধ্যমে পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় পাইলিংয়ে ব্যবহৃত লোহার খুঁটি উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গেলে তিনজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ছাড়া নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় ওই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।


আরো সংবাদ



premium cement
সাবেক চেয়ারম্যান মাহবুবার রহমানের কবর জিয়ারত করলেন জামায়াত আমির আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত, বন্যায় ওমানে মৃতের সংখ্যা বেড়ে ১৮ ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর প্রশাসন ও আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার : গণঅধিকার পরিষদ দুই কুলই হারালেন ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম একদিন পর জবিতে উদযাপন হবে নববর্ষ, বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা ইসরাইলে হামলার পর ইরানের পরমাণু স্থাপনা ‘সাময়িক’ বন্ধ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে! স্ত্রীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে সাবেক স্বামীর মামলা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় গবেষণা আরো বাড়ানো হবে : কৃষিমন্ত্রী রেকর্ড ৪০.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

সকল