২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আর্থ-সামাজিকভাবে বাংলাদেশকে আরো উন্নত দেখতে চাই ভারতের রাষ্ট্রপতি

-

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরো জোরদার করার প্রচেষ্টাকে ভারত সর্বোচ্চ
অগ্রাধিকার দেয়। আর্থ-সামাজিকভাবে বাংলাদেশকে আরো উন্নত দেখতে চায় ভারত।
গতকাল দিল্লিতে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ ইমরান পরিচয়পত্র দিতে গেলে রামনাথ কোভিন্দ এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি ভবনে বর্ণাঢ্য
আয়োজনের মাধ্যমে পরিচয়পত্র পেশ করেন মুহাম্মদ ইমরান। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। মুহাম্মদ ইমরান
বাংলাদেশের সম্প্রতি মারা যাওয়া পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর স্থলাভিষিক্ত হলেন।
ভারতের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাথে নিরাপত্তা, যোগাযোগ ও জনগণের মধ্যে সম্পৃক্ততাসহ সব ক্ষেত্রেই সম্পর্ককে আরো জোরদার ও গভীর করতে চায়
ভারত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উপলক্ষে যৌথভাবে
অনুষ্ঠান আয়োজন করতে পেরে ভারত গর্বিত।
মরহুম হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীকে একজন দেশপ্রেমিক ও ভারতের প্রকৃত বন্ধু হিসেবে আখ্যায়িত করেন রামনাথ কোভিন্দ। তিনি নবনিযুক্ত
হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের প্রতি শুভেচ্ছা জানান। জবাবে হাইকমিশনার ইমরান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী
শেখ হাসিনার শুভেচ্ছা রামনাথ কোভিন্দের কাছে পৌঁছে দেন।
মুহাম্মদ ইমরান বলেন, ১৯৭১ সালের মুুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা দেয়ার জন্য ভারত সরকার ও ভারতের জনগণের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।
ইন্দো-বাংলা সহযোগিতার গোড়াপত্তন হয়েছিল যুদ্ধের ময়দান থেকেই। হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। এটিকে
প্রতিবেশীদের মধ্যে সম্পর্কের একটি মডেল হিসেবে বিবেচনা করা হয়। আর এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
নেতৃত্ব ধন্যবাদ পেতে পারে।
দিল্লিতে দায়িত্ব পালনকালে ভারতের সাথে সম্পর্ক আরো সম্প্রসারিত ও দৃঢ়তর করার বাংলাদেশ সরকারের লক্ষ্য অর্জনে নিরলস চেষ্টা চালিয়ে যাবেন বলে
রাষ্ট্রপতিকে নিশ্চয়তা দেন হাইকমিশনার।


আরো সংবাদ



premium cement