২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাসাভাড়া দিতে না পারায় গার্মেন্টকর্মীকে ধর্ষণ : বিচার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ায় বাড়ির মালিক ও তার সহযোগীদের ধারা গণধর্ষণের শিকার গার্মেন্টকর্মীর ন্যায়বিচারের দাবিতে রাজধানীতে বাংলাদেশ গার্মেন্টশ্রমিক সংহতির বিক্ষোভ : নয়া দিগন্ত -

আশুলিয়ায় বাসাভাড়া দিতে না পারায় বাড়ির মালিক ও তার সহযোগীদের হাতে গণধর্ষণের শিকার গার্মেন্টকর্মীর ন্যায়বিচারের দাবিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ গার্মেন্টশ্রমিক সংহতির নেতাকর্মীরা। এক বিবৃতিতে বলা হয়, বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা একটি মানববন্ধন করেন। এ সময় সংহতির সভাপতি তসলিমা আক্তার, সাধারণ সম্পাদক জুলহাসনায়েন বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামা অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন। এর আগে গত মঙ্গলবার রাতে আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকায় স্বামীকে আটক রেখে ওই গার্মেন্টকর্মীকে গণধর্ষণ করা হয়। বুধবার অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা বাড়ির মালিক কালামকে (৪০) গ্রেফতার করে পুলিশ। নির্যাতিত নারীর অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্বামী ও তিনি নিজ কক্ষেই ছিলেন। রাত ১২টার দিকে বাড়ির মালিক কালাম পাঁচ সহযোগীকে নিয়ে ডিসেম্বর মাসের বকেয়া দুই হাজার টাকা ভাড়ার জন্য তার কক্ষে আসেন। কারখানায় বেতন পরিশোধ না করায় বাড়ির মালিককে ভাড়া দিতে দেরি হবে বলে জানান তিনি। পরে কালামের সহযোগী দুইজন তার স্বামীকে পাশের কক্ষে আটকে রাখে এবং জোরপূর্বক তার স্বর্ণের চেইন, কানের দুল, হাতের চুড়িসহ নাকের ফুল খুলে নেয় তারা। এরপর তিনজন তার হাত-পা চেপে ধরে এবং কালাম জোরপূর্বক তাকে ধর্ষণ করে। বাকি তিনজন পরবর্তীতে ভোর ৪টা পর্যন্ত তাকে ধর্ষণ করে চলে যায়। পরে বুধবার সকালে তিনি আশুলিয়া থানায় এসে অভিযোগ করেন।


আরো সংবাদ



premium cement