২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হাথুরুসিংহের সাথে চুক্তি বাতিল শ্রীলঙ্কার

-

কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সাথে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট কন্ট্রোল বোর্ড (সিএলসি)। শ্রীলঙ্কার সাথে বেশ কিছু দিন ধরেই ঝামেলায় চলছে হাথুরুসিংহের। তার অধীনে বিশ্বকাপে ব্যর্থতার পর নানা নাটকীয়তার পর ঝুলে থাকে তার সাথে চুক্তি। ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদলতেরও শরণাপন্ন হয়েছেন বাংলাদেশের সাবেক এই সফল কোচ।
শ্রীলঙ্কার কোচ হিসেবে নাম থাকলেও কোনো কাজ ছিল না তার। কয়েক মাস আগে থেকে বন্ধ হয়ে গিয়েছিল বেতনভাতাও। হাথুরুসিংহে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পর সেখান থেকে তার দাবিদাওয়া আসে লঙ্কান বোর্ডে। এরপর বিষয়টি চূড়ান্ত পরিণতির দিকে যায়। গত শুক্রবার বোর্ড সভায় হাথুরুর সাথে সাথে আনুষ্ঠানিক সম্পর্কও চুকিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।
বাংলাদেশের কোচের পদ থেকে আকস্মিক পদত্যাগের পর ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন হাথুরুসিংহে।


আরো সংবাদ



premium cement