১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
বিএফইউজে-ডিইউজের বিক্ষোভ সমাবেশ

সংগ্রাম সম্পাদক ও সাংবাদিক নেতাদের মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

-

দৈনিক সংগ্রাম অফিসে হামলাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। একই সাথে সম্পাদক আবুল আসাদের নিঃশর্ত মুক্তি, অফিসের কম্পিউটারসহ মালামাল ধ্বংসের ক্ষতিপূরণ প্রদান এবং বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের নামে দায়ের করা মামলা প্রত্যহারেরও দাবি জানিয়েছেন তারা। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।
গতকাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা এ আলটিমেটাম দেন। দৈনিক সংগ্রাম অফিসে সন্ত্রাসী হামলা, ভাঙচুরের প্রতিবাদ এবং সম্পাদক আবুল আসাদের রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন ঢাকাসহ সারা দেশের সাংবাদিক ইউনিয়নগুলোর উদ্যোগে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে ও ডিইউজে সহসভাপতি শাহীন হাসনাতের সঞ্চালনায় বক্তৃতা করেন বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের সিনিয়র সহসভাপতি নূরুল আমীন রোকন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মোহসীন, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ডিইউজের জনকল্যাণ সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, বিএফইউজের দফতর সম্পাদক আবু ইউসুফ, ডিইউজের সাংগঠনিক সম্পাদক সাদ বিন রাবী, কোষাধ্যক্ষ গাজী আনোয়ার, নির্বাহী সদস্য ডি এম আমিরুল ইসলাম অমর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যেভাবে সংগ্রাম অফিসে হামলা হয়েছে তা বর্বরতা ছাড়া আর কিছুই না। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সংগ্রাম অফিস ভাঙচুর করে সন্ত্রাসীরা প্রায় দেড় কোটি টাকার ক্ষতি করেছে। সম্পাদককে অপমান করে পুরো সাংবাদিক সমাজকে অপমান করেছে। তারা অবিলম্বে সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে মুক্তি দেয়ার দাবি জানান।


আরো সংবাদ



premium cement
সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার

সকল