২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ছেলের বাইকে বাসের ধাক্কা : মায়ের মর্মান্তিক মৃত্যু

-

মাকে আর বাসায় পৌঁছে দেয়া হলো না শামীমের। তার আগেই ঘাতক বাসের চাপায় পিষ্ট হয়ে চিরবিদায় নিতে হয়েছে মাকে। গতকাল বেলা সোয়া ৩টার দিকে কারওয়ানবাজার থেকে মা সখিনা বেগমকে (৫০) নিয়ে মোটরসাইকেলে করে খামার বাড়ির অফিসে নিয়ে যাচ্ছিলেন শামীম। কথা ছিল সেখান থেকে পান্থপথের বাসায় ফিরবেন তারা। কিন্তু মোটরসাইকেলটি রাজধানীর ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে পৌঁছলে গুলিস্তান থেকে উত্তরাগামী ৩ নম্বর পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে দু’জনেই ছিঁটকে পড়ে যান। এ সময় বাসটি না থামিয়ে সখিনা বেগমকে চাপা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই মারা যান সখিনা বেগম। আহত হন শামীম।
এ দিকে পালানোর সময় রাস্তার লোকজন বাসটিকে লক্ষ্য করে ধরধর বলে চিৎকার দিতে থাকে। ততক্ষণে বিষয়টি পুলিশেরও নজরে চলে আসে। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে চালক শাহ আলমসহ বাসটি আটক করে। তেজগাঁও থানার এসআই সুমন বলেন, সখিনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে শামীম আহমেদ সহকারী উপকৃষি কর্মকর্তা। তিনি খামারবাড়িতে চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মহ্মণ-বাড়িয়ায়।


আরো সংবাদ



premium cement